সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ - ১০:৪৩
উপকার ও সহযোগিতাকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব

হাওজা / যে ব্যক্তি সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম রেজা (আ.) বলেন,

مَن لَم يَشكُرِ المُنعِمَ مِنَ المَخلوقينَ لَم يَشكُرِ اللّه‏ عَزَّ و جلَّ.

যে ব্যক্তি সৃষ্টির প্রতি (অর্থাৎ  উপকার ও সহযোগিতাকারী ব্যক্তির প্রতি) কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার (অশেষ নিয়ামতের) প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না!

[উয়ুনুল আখবারুর রিদ্বা, খন্ড- ২, পৃষ্ঠা- ২৪, হাদীস- ২]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে শুকরগুজার ও কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত করুক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha